Top

করোনায় রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১০

০৫ সেপ্টেম্বর, ২০২১ ২:৪৭ অপরাহ্ণ
করোনায় রংপুর বিভাগে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১০
রংপুর প্রতিনিধি :

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ। বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বেড়েছে সুস্থতার হার। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমিত হয়েছেন ১১০ জন । শনিবার বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন।

রবিবার বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলার মধ্যে পঞ্চগড় জেলায় ২ জন ও দিনাজপুর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এ সময় ১ হাজার ১১২ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২৪, ঠাকুরগাঁওয়ের ১৭, দিনাজপুরের ২৭ জন, কুড়িগ্রামের ৫, পঞ্চগড়ের ১৭, নীলফামারীর ৩, লালমনিরহাটের ১০, গাইবান্ধা জেলায় ১৭ জন, করোনা রোগী পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮০ শতাংশ।
সবশেষ ৩ জনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৫ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ ৩২০ জন মারা গেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন গাইবান্ধায়। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৪৩, নীলফামারীতে ৮৬, পঞ্চগড়ে ৭৯, কুড়িগ্রামে ৬৬ ও লালমনিরহাটে ৬৩ জন মারা গেছেন।

গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৬০ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ হাজার ৬৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৭৩৫ জন।

শেয়ার