Top

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

০৬ সেপ্টেম্বর, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু
রংপুর প্রতিনিধি :

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রংপুরের গঙ্গাচড়ার লক্ষিটারী ইউনিয়নের চল্লিশসালের চরে। নিহতরা হলেন, গজঘন্টা ইউনিয়নের জয়দেব কালিচরন এলাকার নুরুল ইসলামের ছেলে আতিয়ার রহমান মনু মিয়া ও এমদাদুল হকের ছেলে মোখলেছার রহমান টাংরু মন্ডল। আহত আমজাদুল ও নাজমুল ইসলামকে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, সকালে স্থানীয় বিলে মাছ ধরতে যায় জেলেরা, এসময় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হয় । বজ্রপাতে চল্লিশসালের চরে মাছ ধরা অবস্থায় মনু মিয়া ও টাংরু মন্ডল ঘটনাস্থলে প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গঙ্গাচড়া থানার লক্ষিটারী ইউনিয়ন বিট অফিসার এসআই শাহ নওয়াজ জানান, সকালে মাছ ধরার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে সেখানকার চেয়ারম্যান, মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার