Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার কনজুমার

০৫ ডিসেম্বর, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার কনজুমার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৭ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের দর বেড়েছে ২২ দশমিক ৯৪  শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৫১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পেনিনসুলা চিটাগাংয়ের দর বেড়েছে ২২ দশমিক ০৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মিরাকেল ইন্ডাস্ট্রিজের ২১ দশমিক ১০ শতাংশ, প্রগতী ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৮৩ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ১৭ দশমিক শূন্য ৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৬ দশমিক ১৭ শতংশ, ন্যাশনাল ফিডের ১৩ দশমিক ৫৯ শতাংশ, নাভানা সিএনজির ১৩ দশমিক ৪৭ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ২৫ শতাংশ দাম বেড়েছে।

শেয়ার