Top

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪৩

০৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৪৩
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপও আগের চেয়ে কিছুটা কমেছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৪৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ২১ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩৬ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬৬৮ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৪৪ জন। নতুন করে শনাক্ত ৩৫ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১৮ জন, কুমারখালী উপজেলায় ৫ জন, দৌলতপুর উপজেলায় ২ জন, ভেড়ামারা উপজেলায় ১ জন, মিরপুর উপজেলায় ৬ জন এবং খোকসা উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৫১১ জন। আর হাসপাতালে আইনেসালেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন।

শেয়ার