Top

পুঁজিবাজার: গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

০৫ ডিসেম্বর, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ
পুঁজিবাজার: গত সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড শেয়ার লেনদেনে শীর্ষ স্থানে ওঠে এসেছে। আলোচ্য সময়ে কোম্পানির ১৯১ কোটি ৪৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর মোট লেনদেনের বেক্সিমকো ফার্মার দখলে ৪ দশমিক ৯১ শতাংশ। এক মাসের বেশি সময় ধরে কোম্পানি সেরা পারফর্মেন্সের স্থান দখল করে আছে। সেরা পারফর্মেন্সের তালিকায় একই গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড। কোম্পানির ১৭৭ কোটি ৬৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৫৬ শতাংশ বেক্সিমকোর দখলে।

এদিকে, বিমা খাতের নিটল ইন্স্যুরেন্স লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় তৃতীয় অবস্থানে ওঠে এসেছে। কোম্পানির ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ‘বি’ ক্যাটাগরির ন্যাশনাল ফিড মিলস লিমিটেড লেনদেনের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। কোম্পানির ৮২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ দশ তালিকায় অবস্থান করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

 

শেয়ার