Top

কমেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ

২০ সেপ্টেম্বর, ২০২১ ১:০৬ অপরাহ্ণ
কমেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ

আমদানির বিপরীতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পেমেন্ট দেওয়ায় কমেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এর পরিমাণ। চলতি সেপ্টেম্বর মাসে রিজার্ভ থেকে ১ দশমিক ৪৫ বিলিয়ন বা ১৪৫ কোটি মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। যার ফলে রিজার্ভের পরিমাণ দাঁয়িছে ৪৬ দশমিক ৫ বিলিয়ন বা ৪ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পেমেন্ট দেওয়ায় রিজার্ভের পরিমাণ কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, মাসের শুরুর দিকে রিজার্ভের পরিমান ছিল ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। যা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে রেকর্ড পরিমাণ অর্থের মজুদ। মাসের মাঝামাঝি সময়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট করায় রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ বিলিয়ন বা ৪ হাজার ৬৫০ কোটি মার্কিন ডলার।

জানা যায়, গতমাসে করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৪৫ কোটি ডলার ঋণসহায়তা দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। করোনা সংকট মোকাবিলায় এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইট) তহবিল থেকে এই অর্থ পেয়েছে বাংলাদেশ। অপেক্ষাকৃত স্বল্প আয়ের দেশগুলোকে এই তহবিল থেকে অর্থসহায়তা দিয়েছে আইএমএফ। যার ফলে রিজার্ভের পরিমাণ দাঁড়িছিল ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। যা ছিল রিজার্ভের নতুন রেকর্ড।

সম্প্রতি পেমেন্ট করা হয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) এই অর্থ। যার পরিমাণ ছিল ১ দশমিক ৪৫ বিলিয়ন বা ১৪৫ কোটি মার্কিন ডলার। এশিয়া অঞ্চলের ৯ টি দেশের মধ্যে পণ্য আমাদানি- রপ্তানি করার লক্ষ্যে দেশগুলোর মধ্যে এই অর্থ প্রদান করা হয়। প্রতি দু’মাস পর পর দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির বকেয়া পেমেন্ট করা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে এসব বৈদেশিক মুদ্রা পেমেন্ট করা হয়।

শেয়ার