বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৩৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করে, যা মঙ্গলবার ঘোষণা করা হয়।
ফোর্বসের গত বছরের করা তালিকায় ২৯তম স্থানে ছিলেন শেখ হাসিনা। সে হিসেবে পূর্বের অবস্থান থেকে দশ ধাপ পেছালেন তিনি। তারও আগের বছরের তালিকায় ২৬তম স্থানে ছিলেন তিনি।
এ বছরও টানা দশমবারের মতো ক্ষমতাধর ১০০ নারীর প্রথম স্থান ধরে রেখেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রথমবার এ তালিকায় প্রবেশ করেছেন তৃতীয় অবস্থানে থেকে।
এছাড়া ধনকুবের ও সমাজসেবী বিল গেটস পত্নী মেলিন্ডা গেটস রয়েছেন পঞ্চম স্থানে। কমলা সহ এবার এ তালিকায় মোট ১৭ জন নতুন মুখ রয়েছেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর