সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ৫ হাজার ৮৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৪ বারে ৫ লাখ ৭৪ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৩ বারে ২ লাখ ৬২ হাজার ৫৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.৯১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৮৪ শতাংশ, এমবি ফার্মার ৫.৫৫ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৫.৫১ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৫.১৬ শতাংশ, সী পার্লের ৪.৬৮ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের ৪.৫২ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস