Top
সর্বশেষ

করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া

১২ ডিসেম্বর, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত জামাল ভূঁইয়া
স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

গত ৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ০-৫ গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচে অংশ নেন জামাল ভূঁইয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘৫ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে দোহা ত্যাগ করে বাংলাদেশ দল। তখন জামাল ভূঁইয়ার শরীরে হালকা জ্বর ছিল। এ কারণে তিনি সেখানে থেকে যান। পরে করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে। তিনি এখন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষণে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।’

আগামী ৯ জানুয়ারি ভারতে শুরু হবে আই লিগ। এই টুর্নামেন্টে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা জামাল ভূঁইয়ার।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার