Top
সর্বশেষ

বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অসম্মান করায় সিরাজগঞ্জে প্রতিবাদ সভা

১২ ডিসেম্বর, ২০২০ ৭:৫৫ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অসম্মান করায় সিরাজগঞ্জে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জ সংবাদদাতা :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে অসম্মান প্রদর্শন ও অপপ্রচার করার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা সদরের কর্মকর্তা কর্মচারীদের আলোচনা সভা হয়েছে।

শনিবার দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামীম, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম, এনএসআই’র যুগ্ন পরিচালক পারভেজ, অধ্যক্ষ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ প্রমূখ।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদত হোসেন প্রামানিক, এনডিসি মুরাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলাসহ সব কয়টি উপজেলায়ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার