প্র তি হ ত
বন্ধ হোক, প্রতিহত করা হোক।
খাঁটি মুমিনদের ক্রিয়াকলাপ-
নাশকতা হতে পারে না।
দে-ছুট এর পক্ষ হতে,
তীব্রভাবে নিন্দা জানাই-
পীরগঞ্জ,রংপুরের দুঃখজনিত ঘটনার।
পাশে আছে, সাথে রবে,
সাম্প্রদায়িক সম্প্রীত বাজায় রাখার।
নির্মূল হোক, ধ্বংস হোক-
অত্যাচারী মানুষ রুপি হায়েনাদের।
রাসুলের আদর্শ,
ইসলামের সুমহান নীতি-
জাগ্রত হোক সকলের অন্তরে।