Top

তিস্তায় রেড অ্যালার্ট

২০ অক্টোবর, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
তিস্তায় রেড অ্যালার্ট

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

বুধবার ভোর থেকে পানি বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় পানি বেড়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুপুর ১২টায় বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের ফ্লাড বাইপাসের ৬ শ’ ১০ মিটারের মধ্যে তিনশ’ মিটার এলাকা ভেঙে গেছে।

পানি বৃদ্ধির ফলে তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইচগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, উজান থেকে পানি যেভাবে ধেয়ে আসছে তাতে মনে হচ্ছে নদীর পানি আরও বাড়বে। তবে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।

শেয়ার