Top
সর্বশেষ
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

শরীয়তপুর জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
শরীয়তপুর জেলায় বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত
শরীয়তপুর প্রতিনিধি :

‘এক ভুবন এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে (উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফ উদ্দিন মহোদয়, জেলাপ্রশাসক, শরীয়তপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার, শরীয়তপুর। ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, সিভিল সার্জন, শরীয়তপুর।

বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শুরু করে পালং বাজারের উত্তর মাথায় গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন ভাষা মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম যারা মুখে কথা বলতে পারে না ইশারায় কথা বলে ভাব বিনিময় করে তাদেরও সমাজে গুরুত্ব রয়েছে। বাংলা ইশারা ভাষা ব্যবহারের মাধ্যমে ইশারা ভাষাভাষী মানুষরা দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে। ইশারা ভাষাভাষীরা দেশের সম্পদ তাদের মনের ভাব প্রকাশের ব্যবস্থা আমাদেরই করতে হবে।

এনজে

শেয়ার