শরীয়তপুরে আওয়ামী লীগ এর লিফলেট বিতরণের সময় শাহাদাত ও মিতা নামের ছাত্র লীগের ২ কর্মী আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।
স্থানীয় লোকজনের সাথে আলাপ করে জানা যায়, এখানে আওয়ামী লীগে ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল। পরে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে বিভিন্ন জায়গায় দৌড়ে পালিয়ে যায় ।
স্থানীয় ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে আলাপ করে জানা যায়, আটককৃতদের মামলার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
এনজে