Top

সলঙ্গায় মহাসড়কে বাস উল্টে নিহত ১

০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ
সলঙ্গায় মহাসড়কে বাস উল্টে নিহত ১
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে বাসের যাত্রী সেলিম রেজা (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-নাটোর মহাসড়কের রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া বাজারের পশ্চিম সাইডে কচিয়ারবিল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত,সেলিম রেজা (৪৬),উল্লাপাড়া উপজেলার দাতপুর বালশা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে উল্লাপাড়া হইতে ছেড়ে আসা রাজশাহী গামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা (মেট্রো ব-১৫-১৪৮২) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ারবিল এলকায় পৌঁছাইলে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।

এম জি

শেয়ার