Top

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনে নিহতের লাশ কবর থেকে উত্তোলন

০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে জুলাই আন্দোলনে নিহতের লাশ কবর থেকে উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবুর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোরবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডুমরাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লেবু শেখ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের যুবদলের নেতা ও ডুমরাই গ্রামের মরহুম জয়তুল্লাহ শেখের ছেলে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া থানার সামনে বিক্ষোভ মিছিলের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান লেবু। তাকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আ ফ ম ওবায়দুল ইসলাম, মামলার তদন্তকারী অফিসার আশুলিয়া থানার এসআই ইদ্রিস আলী ও রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক অনুক কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত লেবু শেখের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি আবার দাফন করা হবে।

এম জি

শেয়ার