Top
সর্বশেষ

সাউথইস্ট ব্যাংকের সাথে ন্যাশনাল এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

১৪ ডিসেম্বর, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ
সাউথইস্ট ব্যাংকের সাথে ন্যাশনাল এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর
বাণিজ্য প্রতিদিন ডেস্ক :

অন্তর্মুখী বৈদেশিক রেমিটেন্স বিতরনের জন্য সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি ইটালির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ইটালিতে অবস্থিত সকল প্রবাসী বাংলাদেশিরা ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে সহজেই টাকা পাঠাতে পারবেন। এই টাকা সাউথইস্ট ব্যাংকের যে কোন শাখা থেকে উত্তোলন করা যাবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার