Top

সরকারি সব টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ চায় এসবিএমএ

১৩ জুন, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ
সরকারি সব টেন্ডারে দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ চায় এসবিএমএ

দেশীয় প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্প রক্ষায় বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় তৈরি পণ্য আমদানি বন্ধের দাবি জানাবে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (এসবিএমএ) নেতারা।

শনিবার (১৩ জুন) স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জওহর রিজভী রাইজিংবিডিকে জানান, প্রস্তাবিত বাজেট ২০২০-২১ ঘোষণা পরবর্তী রোববার দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় সংবাদ সম্মেলন করা হবে। সেই সম্মেলনেই এই দাবি জানানো হবে।

তিনি জানান, প্রি-ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং শিল্পে দীর্ঘদিন ধরে এক অসম প্রতিযোগিতা চলে আসছে।  দেশীয় প্রতিষ্ঠানগুলো উচ্চহারে কাস্টমস ডিউটি দিয়ে কাঁচামাল আমদানি করলেও বিভিন্ন অর্থনৈতিক জোনে বিদেশি প্রতিষ্ঠান বিনাশুল্কে তৈরি পণ্য আমদানি করছে। যার ফলে প্রতিযোগিতায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

জওহর রিজভী বলেন, স্টিল বিল্ডিংয়ে দেশীয় অনেক যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান থাকলেও সরকারি কোনও  টেন্ডারে তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।  এ শিল্প বিকাশে সরকারি সব টেন্ডারে দেশীয়  প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রণোদনা দ্রুততম সময়ে বাস্তবায়নের দাবি জানান তিনি।

শেয়ার