সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৩ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৬৮ বারে ৪ লাখ ৬০ হাজার ৯৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৮৮ বারে ২১ লাখ ৫২ হাজার ৬৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্যাসিফিক ডেনিমসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৮ বারে ৪১ লাখ ৫৯ হাজার ১৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জিবিবি পাওয়ারের ১০.৯০ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১০.২৩ শতাংশ, জাহিনটেক্সের ৯.৩০ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.২৮ শতাংশ, শাশা ডেনিমসের ৮.৬০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৪৭ শতাংশ এবং কনফিডেন্স সিমেন্টের শেয়ার দর ৮.৩২ শতাংশ।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস