Top
সর্বশেষ

সোসিয়েদাদকে হারালো বার্সা

১৭ ডিসেম্বর, ২০২০ ১:২৩ অপরাহ্ণ
সোসিয়েদাদকে হারালো বার্সা
স্পোর্টস ডেস্ক :

নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। তবে হাল ছাড়েনি। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় তুলে নিয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে রোনাল্ড কোম্যানের শিষ্যরা ২-১ গোলে ধরাশায়ী করেছে রিয়াল সোসিয়েদাদকে। শুধু তাই নয়, বাস্কের ক্লাবটিকে লা লিগার শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে বার্সা।

এ জয় দিয়ে পয়েন্ট টেবিলে তিন ধাপ এগিয়েছে বার্সা। অষ্টম স্থান থেকে উঠে এসেছে পঞ্চম স্থানে। আর এতেই পয়েন্ট টেবিলের শীর্ষে এসেছে রদবদল। পয়েন্ট সমান হলেও গোল ডিফারেন্সে রিয়াল সোসিয়েদাদের কাছ থেকে পয়েন্ট তালিকার রাজত্ব দখল করে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচের ২৭তম মিনিটে ডা সিলভার গোলে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেই স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। জর্দি আলবা সমতাসূচক গোলটি করেন তিন মিনিট বাদেই। বিরতিতে যাওয়ার দুই মিনিট আগে স্বাগতিক বার্সাকে জয়সূচক গোলটি এনে দেন ফ্রেঙ্কি ডি জং।

শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ২৬ পয়েন্ট। তাদের চেয়ে বর্তমানে ৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে লিওনেল মেসিরা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার