ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৬২১ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১৬ কোটি ৮০ লাখ ৪১ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১৫ কোটি ৯১ লাখ ৮৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মায় ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৩ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২০৩ কোটি ১২ লাখ ২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১৯৩ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৬৪ কোটি ৬০ লাখ ২৪ হাজার টাকার, ডেল্টা লাইফের ১৬১ কোটি ৭০ লাখ ৮৭ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৫৮ কোটি ২৩ লাখ ৬৫ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৫১ কোটি ৩২ লাখ ৮১ হাজার টাকার ও এনআরবিসি ব্যাংকের ১৫০ কোটি ৫৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস