Top

সিগারেটের আগুনে দোকান ভস্মীভূত

০৮ নভেম্বর, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
সিগারেটের আগুনে দোকান ভস্মীভূত
নড়াইল (সদর) প্রতিনিধি :

নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজারে তুলা ব্যবসায়ী মোঃ আলমগীর বিশ্বাসের দোকান আলম বেডিং আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টার সময় সিগারেটের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে৷

জানা গেছে, মোঃ আলমগীর বিশ্বাস (৪২) চাঁচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে। তিনি প্রায় ২ বছর যাবত এ ব্যবসা পরিচালনা করছেন। চাঁচুড়ী বাজারে খান মসজিদের নিচতলার ফ্লোরটি ভাড়া নিয়ে তার ব্যবসা পরিচালনা করতেন। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস নড়াইল সদর’কে মোবাইল ফোনে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী মোঃ আলমগীর বিশ্বাস বলেন, আমি মাত্র ২ মাস হচ্ছে আশা ফাউন্ডেশন, চাঁচুড়ী শাখা থেকে লোন নিয়ে দোকানে মালামাল তুলেছি। আমার ব্যবসা একে বারেই শেষ হয়ে গেল আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে এতে আমি নিঃস্ব প্রায়৷

ভুক্তভোগীর চাচতো ভাই এবং এলাকাবাসীরা বলেন, মোঃ আলম দীর্ঘদিন যাবত সুনামের সাথে তার ব্যবসা পরিচালনা করে আসছে। গত কয়েকদিন আগেই অনেক টাকার তুলা দোকানে এনেছে। আজ হঠাৎ করেই দুর্ঘটনা ঘটে এতে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে৷

ফায়ার সার্ভিস কর্মকর্তা, মোঃ মাসুদ রানা (স্টেশন অফিসার) বলেন, ফোন পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তুলায় আগুন লাগায় দোকানের প্রায় সবকিছু পুড়ে গেছে। আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং এলাকাবাসীদের বক্তব্য সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে।

শেয়ার