Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মাধবপুরে ট্রাক চাপায় ৩ জন নিহত

১৯ মার্চ, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ
মাধবপুরে ট্রাক চাপায় ৩ জন নিহত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের খালেক মিয়ার ছেলে রিকশাচালক সামাদ মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মালেক মিয়ার ছেলে আনছু মিয়া (৩৫) ও ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বার চান্দুরা গ্রামের মফল উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

তিনি জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ইজিবাইক যাত্রী মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন দুই যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে তারা মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে জানান, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে একটি ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

শেয়ার