ময়মনসিংহ জেলায় ১৫৩ জন ডিলারের মাধ্যমে ৩ লাখ ২ হাজার ৯৭১ জন সুবিধাভোগীর মাঝে পবিত্র রমজানে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য বিতরণ করা হবে। এরমধ্যে সিটিতে ৯৪জন ডিলারের মাধ্যমে ৩৩ টি ওয়ার্ডে ৭০ হাজার ৪০৯জন এবং ৫৯ জন ডিলারের মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায় ২লাখ ৩২ হাজার ৫৬২জন সুবিধাভোগীর মাঝে কার্ডের মাধ্যমে বিতরণের কথা রয়েছে।
প্রথম দিনে ৪১ হাজার হাজার ২৮২জন ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য পাবে। প্রথম পর্যায়ে প্রতি কার্ডে ১১০ দরে ২ লিটার তেল, ৬৫ টাকা দরে কেজি মশুর ডাল ও ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি পাবেন।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, আগামীকাল থেকে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দিতে সকল ধরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
প্রকৃত কার্ডধারীরা যেনো ভোগান্তি ছাড়াই পণ্য পেতে পারে সেই লক্ষে জোরদার করা হয়েছে মনিটরিং ব্যবস্থা। এসময় স্থানীয় সরকার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীসহ সাংবাদিক ও টিসিবি ডিলারগণ উপস্থিত ছিলেন।