Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

১৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়

১৯ মার্চ, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ
১৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দিল শান্তিনীড়
চট্টগ্রাম প্রতিনিধি: :

স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ। শুক্রবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রামের মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মিরসরাই সমিতি ইউএই এর সাবেক সভাপতি মোঃ নুরুল আলম, শান্তিনীড় উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, কাউন্সিলর শাখেরুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী নাফিসা তাবাচ্ছুম।
এতে আরো উপস্থিত ছিলেন, শান্তিনীড় সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক মো. মনজুর হোসাইন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্যনির্বাহি সদস্য শাহীনুল ইসলাম রুমেল, শান্তিনীড় সদস্য আবু বক্কর রিশাত, ইসমাঈল হোসেন খোকন, মোহাম্মদ আবু সাঈদ, ফাহাদ বিন মহিব, ইমাম হোসেন, সরোয়ার মাহবুব রাব্বী, শাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় ১৩তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের প্রতি বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালে মো. ইয়াছিন শরীফ, ২০২০ সালে মোহাম্মদ আরিফ এবং ২০২১ সালে মো. আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ সংগঠক ক্রেস্ট প্রদান করা হয়।
শেয়ার