Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সিরাজগঞ্জে টিসিবি পণ্য পাবে ১ লক্ষ ৬৫ হাজার পরিবার

১৯ মার্চ, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে টিসিবি পণ্য পাবে ১ লক্ষ ৬৫  হাজার পরিবার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর কার্যালয় ও বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক কোভিড পরিস্থিতি ও পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের সকল পৌরসভাসহ ৯টি উপজেলার ১ লক্ষ ৬৫ হাজার ১৩১ কার্ডধারী পরিবার পাবেন স্বল্পমূল্যের টিসিবির পণ্য সামগ্রী।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সমগ্র বাংলাদেশে ১ কোটি উপকারভোগীর মধ্যে টিসিব এর পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। ইতিমধ্যে টিসিবির পণ্যসামগ্রী জেলা প্রশাসনের খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণের কাজ শুরু হয়েছে। যা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সার্বক্ষণিক তদারকি করছেন।

শনিবার (১৯ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে টিসিব এর পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম সংক্রান্ত অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগন, সিরাজগঞ্জের সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার স্থাণিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, দেশের নিম্ন আয়ের মানুষদেরকে তিনি স্বল্পমূল্যে টিসিবির পণ্য দেয়ার ব্যবস্থা করবেন। এই কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তত্তাবাবধানে জেলার সকল পৌরসভাসহ ৯টি উপজেলায় ৫৩ জন টিসিবি ডিলারের মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ৬৫ হাজার ১৩১ কার্ডধারী পরিবারের মধ্যে ২০ মার্চ ২০২২ হতে টিসিব এর পণ্য সামগ্রী বিক্রয় করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্বপ্ন বাস্তবায়নে নিম্নআয়ের মানুষের মাঝে সহজেই পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমের তাঁর সেই মহতি উদ্যোগটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে সরকার।

শেয়ার