Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

আ’লীগের দায়িত্ব উন্নয়নের জন্য কাজ করা- ফারুক খান এমপি

১৯ মার্চ, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
আ’লীগের দায়িত্ব উন্নয়নের জন্য কাজ করা- ফারুক খান এমপি
গোপালগঞ্জ প্রতিনিধি :

মুক্তিযুদ্ধের চেতানায় বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করে যাচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমাদের দেশ কেমন ছিল এবং আজকের থেকে ৫ বছর আগে কেমন ছিল। আগামী দশ বছরে কি হতে যাচ্ছে। যেদিকে দেখনবেন শুধু উন্নয়ন আর উন্নয়ন। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

আজ শনিবার (১৯ মার্চ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভাঙ্গা পর্যন্ত ৬ লেনের রাস্তার কাজ শেষ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের অংশও শেষ হবে। আপনাদের এলাকা দিয়ে রেল লাইনের কাজ চলছে। পদ্মা সেতু দিয়ে এখানকার মানুষ ট্রেনে করে ঢাকায় যাতায়াত করবে। আপনারা যদি নৌকা মার্কার বাইরে যান তাহলে তো আপনারা উন্নয়নের বাইরে যাচ্ছেন। সুতরাং আপনারা নৌকা মার্কার সাথে থাকেন উন্নয়নের সাথে থাকেন। আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন করা।

উপজেলার পুরাতন মুকসুদপুরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন।

শেয়ার