আজ শনিবার (১৯ মার্চ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভাঙ্গা পর্যন্ত ৬ লেনের রাস্তার কাজ শেষ হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে আমাদের অংশও শেষ হবে। আপনাদের এলাকা দিয়ে রেল লাইনের কাজ চলছে। পদ্মা সেতু দিয়ে এখানকার মানুষ ট্রেনে করে ঢাকায় যাতায়াত করবে। আপনারা যদি নৌকা মার্কার বাইরে যান তাহলে তো আপনারা উন্নয়নের বাইরে যাচ্ছেন। সুতরাং আপনারা নৌকা মার্কার সাথে থাকেন উন্নয়নের সাথে থাকেন। আওয়ামী লীগের দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়ন করা।
উপজেলার পুরাতন মুকসুদপুরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান. উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান মিয়া, সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মুক্ত, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বক্তব্য রাখেন।