Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

সিরাজগঞ্জে দিনব্যাপি বউ মেলা

১৯ মার্চ, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে দিনব্যাপি বউ মেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁয় শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরসের শেষ দিন ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার প্রায় দিনভর আনন্দ উৎসবে বউ-শাশুড়িরা এ মেলায় কেনাকাটা করেন। অবশ্য গ্রামীণ ঐতিহ্য হিসেবে এ মেলা চলে আসছে যুগ যুগ ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতীর (রহঃ) আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে ৩ দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়।

এ ওরস উপলক্ষে শেষের দিন এ ঐতিহ্যবাহী বউ মেলার আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, বগুড়ার শেরপুর, নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার নারীদের উপস্থিতিতে এ মেলা জমে উঠে। এ মেলাকে ঘিরে এলাকার জামাই-ঝি বাড়িতে আনা হয়। ঐতিহ্যবাহী এ মেলায় একদিনের জন্য বউ শাশুড়িরা কেনাকাটায় মেতে উঠে থাকে।

এ মেলা বউ মেলা নামে পরিচিত হলেও বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ অংশগ্রহণ করে। মেলাতে কাঠের তৈরি আসবাব পত্র, গৃহস্থালী জিনিস পত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই মিষ্টান্নসহ বিভিন্ন নিত্য প্রয়জনীয় পণ্য সামগ্রী স্থান পায়। বিশেষ করে বউ শ্বাশুড়িরা এসব পণ্য সামগ্রী কিনতে বেশি আগ্রহী।

শেয়ার