আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নীলফামারী জেলায় নিম্ন আয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১টি ‘ফ্যামিলি কার্ড ধারী’ পরিবার পাবে ন্যায্য মূলে টিসিবির পণ্য।
আগামীকাল রোববার (২০ মার্চ) থেকে জেলার ছয় উপজেলা ও চার পৌরসভায় এ কার্যক্রম শুরু হবে। শনিবার বিকেলে শহরের সরকারি গ্রন্থাগারের সম্মেলণ কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সংবাদ সন্মেলনে ওই তথ্য জানান জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
তিনি জানান, জেলা মোট ১৮ জন ডিলারদের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম চলবে। প্রতি কার্ডধারী পরিবার ৪৬০ টাকা প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ছোলা ক্রয় করতে পারবেন। পাশাপাশি রমজান মাসের শুরুতেই ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।
বিকেল তিনটার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টরেট রমিজ উদ্দিন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
জেলা প্রশাসক আরো বলেন, জেলায় নিম্ন আয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১ টি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে রয়েছে নীলফামারী পৌরসভায় ২ হাজার ৯৩৭, সৈয়দপুর পৌরসভায় ৬ হাজার ৬১৭, ডোমার পৌরসভায় ১ হাজার ৩৩৬, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৪০০, সদর উপজেলার ২৫ হাজার ১৬৫, ডোমার উপজেলার ১৫ হাজার ৭১৭, ডিমলা উপজেলার ১৮ হাজার ৬৯০, জলঢাকা উপজেলার ১৯ হাজার ৭৭৯, কিশোরগঞ্জ উপজেলার ১১ হাজার ৯১৬ ও সৈয়দপুর উপজেলার ৯ হাজার ১টি কার্ডধারী পরিবার।
টিসিবির এই বিশেষ কার্ডের পণ্য বিক্রয় মনিটরিং করার জন্য স্থানীয় সরকার উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও এর সমন্বয়ে উপজেলা ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
এছাড়াও টিসিবির পণ্য বিক্রয়কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধ এবং আইন- শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।