Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

কুড়িগ্রাম হাসপাতালে ঔষধ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯ মার্চ, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
কুড়িগ্রাম হাসপাতালে ঔষধ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ঔষধ চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে চুরির ঘটনায় আটক সাহেদা বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ। এই ঘটনায় হাসপাতালের সরকারি কর্মচারীসহ মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা জড়িত বলে জানা গেলেও মুখ খুলছে না কেউই।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন জানান, হাসপাতাল থেকে ইনজেকশন ও ঔধষ চুরির ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার বাদী হয়ে বৃহস্পতিবার (১৮মার্চ) রাতে কুড়িগ্রাম সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে চুরির ঘটনায় হাতেনাতে আটক বহিরাগত সাহেদা বেগম (৪০) ও হাসপাতালে মাস্টারোলে কাজ করা আয়া রাশেদা বেগমের (৩০) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়। ঘটনার পর থেকে আয়া রাশেদা বেগম পলাতক রয়েছে।

ঘটনা তদন্তে জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. মইনুদ্দিন আহমদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার, ডা. নাসের মজুমদার, ডা. সাদেকুর রহমান এবং নার্সিং সুপারভাইজার।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আটক সাহেদা বেগমের বাড়ী সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামে। তার স্বামীর নাম ফজল। সে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। অপরদিকে পলাতক হাসপাতালের পরিচ্ছন্নকর্মী রাশেদা বেগম পাশেই হাসপাতাল বস্তিতে থাকেন। তার স্বামীর নাম ফজলু। জব্দকৃত ঔষধের মধ্যে রয়েছে ম্যাগাপিন এলজি ইনজেকশন ৯৮টি, প্যানটিভ ৪০ এমজি ইনজেকশন ১৯৮টি এবং রলট্রক্স ২এমএল ইনজেকশন ৭০টিসহ ২৬৬টি ইনজেকশন। যার মূল্য ধরা হয়েছে ৭৮ হাজার ৭২০টাকা। এ ব্যাপারে পুলিশী তদন্ত চলছে। পলাতক আসামীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ লিংকন আরো জানান, ইনজেকশন ও ঔষধ পাচারের বিষয়ে পুলিশী তদন্ত চলছে। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি। যেই জড়িত থাকুক। কাউকে ছাড় দেয়া হবে না। তদন্ত রিপোর্ট পেলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার