আটককৃতরা হলেন উখিয়া পালংখালী ইউনিয়ের মৃত সৈয়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন (২২) ও মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩৫)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব-১৫ এর আভিযানিক দল। অভিযান চলাকালে পালানোর চেষ্টাকালে ৫০ হাজার পিছ ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।