Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মাগুরায় আজ থেকে টিসিবির পন্য বিক্রি শুরু

২০ মার্চ, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
মাগুরায় আজ থেকে টিসিবির পন্য বিক্রি শুরু
মাগুরা প্রতানিধি :

সারা দেশের সাথে একযোগে মাগুরা জেলার ৪ টি উপজেলার ৩৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১ লাখ ১০ হাজার কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি আজ থেকে শুরু করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির পণ্য সংক্রান্ত এ এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক ড, আশরাফুল আলমের সভাপতিত্বে উক্ত সভায় আজ ২০ মার্চ থেকে সারা দেশের সাথে একযোগে এ কার্যক্রম শুরু হবে বলে জানান হয়।

প্রতিদিন প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার ৯ টি ওয়ার্ডে ৫০০ জন কার্ডধারী মানুষের মাঝে টিসিবির তেল, চিনি, ডাল ও ছোলা নায্যমূল্যে বিক্রয় করা হবে। এখানে ২ লিটার সয়াবিন ২২০ টাকা, ২ কেজি ডাউল ১৩০ টাকা ও ২ কেজি চিনি ১১০ টাকা দরে বিক্রি করা হহচ্ছেন ।

জেলার ৪ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার গণ এসব পন্য বিক্রির কাজ তদারকি করছেন।

 

শেয়ার