রোববার (২০মার্চ) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন এলাকা থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শুভ ওই গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শুক্রবার (১৮ মার্চ) বিকেলে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছনে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে। গোসলের একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল দু’দিন উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের পেছন এলাকায় শুভ’র ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে।