রোববার সকাল ১০ টায় একযোগে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় রাজনীতিবিদ , জনপ্রতিনিধি , গণ্যমান্য ব্যক্তি এবং সমাজকর্মীদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে ৭ হাজার ৫০০ জন উপকারভোগী টিসিবি’র পণ্য পাবেন। পণ্য নিতে টিসিবি’র গাড়িগুলো কাছে মানুষের ভিড় দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ১লাখ ৬৯হাজার ৩২৫ জন উপকারভোগী পরিবার নির্ধারণ করা হয়েছে । কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে । ইতোমধ্যে সকল উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। পণ্যসমূহের মধ্যে রয়েছে, চিনি ২ কেজি (প্রতি কেজি ৫৫ টাকা), মসুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৬৫ টাকা) ও সয়াবিন তেল ২ লিটার (প্রতি লিটার ১১০ টাকা)। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে বিভিন্ন উপজেলায় ডিলারদের নিকট পণ্য সরবরাহ করা হয়েছে ।