Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামী গ্রেফতার

২০ মার্চ, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার আসামী গ্রেফতার
মাগুরা প্রতানিধি :

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাটশ্রীকোল গ্রামে কুমার নদীর চরে রসুনের ক্ষেতে একা পেয়ে স্কুল ছাত্রী রাজিয়া কে ধর্ষন ও পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে গলা কেটে হত্যা করার সেই আসামী হাসান কে র‍্যাব ও পুলিশ গতকাল গ্রেফতার করেছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুখদেব রায় বিষয়টি নিশ্চিত করেন।

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে হাটশ্রীকোল গ্রামের আলোচিত স্কুল শিক্ষার্থী রাজিয়া খাতুন হত্যার প্রধান আসামী গ্রেফতার ও হত্যার লোমহর্ষক বর্ননায় সংবাদ সম্মেলন বর্ননা করেন র‍্যাব-৬ এর কোম্পানী প্রধান লে: কমান্ডার এম নাজিউর রহমান।

এই ঘটনায় র‍্যাব জানায় ঘটনার পর থেকে র‍্যাব- ৬ তদন্ত শুরু করে। নজরদারী বৃদ্ধি সহ মৃত্যুর কারন উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে। হত্যার ঘটনার পরের দিন ১৯ তারিখ শনিবার একই গ্রামের মো. হাসান শেখ (২৩) নামের এক স্থানীয় যুবককে গ্রেফতার করে। সে মো. ফজলু শেখের ছেলে।

র‍্যাব জানায়, আসামী হাসান শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব স্বীকার করেছে। ধর্ষণের পর ধারলো ব্লেড দিয়ে গলা কাটে এই নরপিশাচ। ঘটনা ছিলো পরিকল্পিত। হত্যার ঘটনায় শ্রীপুর থানায় ১৯ মার্চ শনিবার একটি হত্যা মামলা করেন নিহতের বাবা মিখিজ শেখ। এতে মো হাসানকে প্রধান ও একমাত্র আসামী হিসাবে দেখানো হয়। আসামী হাসান শেখ পেশায় নসিমন চালক। সে নিহতের বাড়ির অদুরেই তার বসবাস।

উপজেলার শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুনকে মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির পাশে কুমার নদের পারে এক বাঁশ ঝাড়ে। সেই সময় পুলিশ জানায় তাকে কেউ খুন করেছে বলে প্রাথমিক ভাবে তারা ধারনা করছে। তবে তখন এ হত্যার ঘটনায় কাউকে আটকের বিষয়ে জানায়নি মাগুরা জেলা পুলিশ। এরপর থেকে বিষয়টি রেব সহ পিবিআই,সিআইডি তদন্ত শুরু করে।

শেয়ার