গোপালগঞ্জে নির্মান সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ঠিকাদাররা। মুকসুদপুর উপজেলার ঠিকাদারদরা এ কর্মসূচীর আয়োজন করে।
আজ ররিবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ কর্মসূচীতে অর্ধ শাতাধিক ঠিকাদার অংশ নেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদে বক্তারা বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি সিন্ডিকেট ষড়যন্ত্র করে নির্মান সামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে। ফলে প্রতিনিয়ত ঠিকাদারীতে লোকসান গুনতে হচ্ছে। এতে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে। অতি দ্রুত বাজার দর নিয়ন্ত্রনের দাবী জানান বক্তারা।