বগুড়ার ধুনট উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রথম ধাপের পণ্য বিক্রি শুরু হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬ হাজার ৪১০টি পরিবার কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতিটি পরিবার পাবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল।
রোববার সকাল সাড়ে ১০টায় ধুনট পৌরসভা কার্যালয় চত্ত্বরে টিসিবির পণ্য বিক্রয় উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি। পরে তিনি আনুষ্ঠানিক ভাবে ভ্রাম্যমান ট্রাকসেল টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান।