Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বান্দরবানে প্রথম দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু

২০ মার্চ, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
বান্দরবানে প্রথম দফায় টিসিবির পণ্য বিক্রি শুরু
আকাশ মারমা মংসিং, বান্দরবান :

বান্দরবান সদর উপজেলার প্রথম দফায় রমজান মাসকে ঘিরে শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি। এতে সাধারণ মানুষেরা কার্ড দিলে মিলছে পণ্য। কম দামে পাওয়াতেই খুশি সাধারণ মানুষেরা।

রবিবার (২০ মার্চ) সকাল থেকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়া, গেসমনি পাড়া, ক্রামাদি পাড়া, ম্রোলং পাড়া, ওয়াই জংনশসহ ৬টি স্থানে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। যেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ম পর্যায়ের সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নে কার্ডধারীরা পাচ্ছেন ২ হাজার ৬ শত ১৬ জন।

প্রশাসন সুত্রে জানা যায়, সারাদেশে ন্যায় বান্দরবানের সাধারণ মানুষের মাঝে ট্রাকের করে টিসিবি পন্যের বিক্রি শুরু করা হয়েছে। আজ ২০ মার্চ থেকে ১ম পর্যায়ের টিসিবি পণ্যের ৩শত ৮৫. ৪৪ মেট্রিকটন যা পুরো জেলায় ৬৪ হাজার ২ শত ৪০ জন পরিবারকে বিক্রি করা হবে এবং রমজান মাসের মাঝামাঝি ২৭ মার্চ হতে ২য় পর্যায়ের ৫শত ১৩. ৯২ মেট্রিকটন টিসিবি পণ্যের বিক্রি করা হবে।

কার্ডধারী ক্রেতা জুলাই বম জানান, তেল,চাউল ও চিনি কম দাম পাওয়াতেই আমরা খুশী। বাজারের যে হারে পণ্যের দাম বেড়েছে সেদিকে চিন্তা করলে এখন যেটা পাচ্ছি সেটি অনেক সাশ্রয়।

৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, সরকার রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে পণ্য দিচ্ছেন। উপজেলা প্রশাসনের দিক-নির্দেশনা বরাবর যাতে প্রকৃতি গরীবরা এই পণ্য পাই আমরা সেভাবে কাজ করছি। পাশপাশি ১ম পর্যায়ের

বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা জানান, বান্দরবান সদর উপজেলায় মোট উপকারভোগী সংখ্যা ৯ হাজার ৭ শত ৪১ জন। আজ থেকে ১ম পর্যায়ক্রমে টিসিবির পন্যের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সেটি আজ থেকে প্রতিদিন কার্যক্রম চলবে।

তিনি আরো জানান, সকাল থেকে সুয়ালক ইউনিয়নে ৬ টি স্থানে ট্রাকের করে টিবির পণ্যের বিক্রি করা হচ্ছে। বিক্রি শুরু আগে প্রত্যেক এলাকায় মাইকিং করে জানানো হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড নিয়ে এসে টিসিবির পণ্যের ক্রয় করে নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত টিসিবি পণ্যের বিক্রি সুষ্ঠুভাবে হচ্ছে।

শেয়ার