ফরিদপুর সদর উপজেলার কোমরপুর আব্দুল আজিজ ইন্সিটিটিউট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় ফরিদপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পন্য বিতরণ শুরু হয়েছে আজ রবিবার, কর্মসূচী উদ্ধোধন করেন জেলা প্রশাসন অতুল সরকার।
ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ আসলাম মোল্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কোতয়ালী থানার অফিসার ইন চার্জ আব্দুল জলিল প্রমুখ।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ১ কোটি মানুষকে নায্যমূল্যে পন্য দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে ফরিদপুরে আজ থেকে এই পন্য দেয়া শুরু হলো। দুই ধাপে ৭৭ হাজার ৭৫০ জনকে এই সুবিধা দেয়া হবে বলে জানান তিনি। এদের সবাইকে কার্ড করে দেয়া হয়েছে। যার নাম ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে দুই দফা তাদের পন্য দেয়া হবে। পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরির ডাল। যার প্যাকেজ মূল্য ৪৬০ টাকা নির্ধারন করা হয়েছে। ৩০ মার্চের মধ্যে ১ম দফা এবং ১৫ রমযানের মধ্যে দ্বিতীয় দফার পণ্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের কাছে পৌছে দেয়া হবে।
এসময় স্থানীয় একাধীক বক্তা জানান, এই ফ্যামিলি কার্ড করা হয়েছে কারোনা কালীন সময়ে যারা প্রধানমন্ত্রীর দেয়া ২৫০০ করে টাকা পেয়েছেন সেই তালিকা অনুসারে। যেখানে অনেক অসঙ্গতি রয়েছে। ভবিষ্যৎে এই তালিকা যাচাই বাছাই করে সরকারী সুবিধা প্রদানের অনুরোধ জানান তারা।