আজ রবিবার ২০ মার্চ মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় চেয়ারম্যান আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি’র পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সমাজসেবক শাহজাদা রহমান বাধন ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের সচিব এবং ওয়ার্ড মেম্বারগণ।