অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মনির হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্য সারাদেশে নিম্নআয়ের মানুষের কথা চিন্ততা করে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম আজ থেকে সারা বাংলাদেশব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে ১০ হাজার ৫৪০ জন নিম্নআয়ের মানুষের টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী কেনার সুযোগ সৃষ্টি হয়েছে। উপকার ভোগী সকল কার্ডধারী মানুষগুলো যেন সরকার নির্ধারিত মূল্যে সঠিক ভাবে পণ্যসামগ্রী ক্রয় করতে পারে সেদিকে সংশ্লিষ্টদের সহযোগিতা সুদৃষ্টি কামনা করেন। তবে কোন ধরনের
অনিয়ম করা হলে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে বলে ঘোষণা দেন তিনি। এ সময় পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।