Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

গাছে গাছে আমের মুকুলের হাসি

২১ মার্চ, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
গাছে গাছে আমের মুকুলের হাসি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আম গাছে আসতে শুরু করেছে মুকুল। গত বছরের তুলনায় চলতি বছর গাছে আমের মুুকুলের পরিমাণ কিছুটা বেশি দেখা যাচ্ছে। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের ঘ্রাণ। আম চাষি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমের বাম্পার ফলনের আশা করছে এবার। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর বলেও মনে করে কৃষি বিভাগ।

আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। আর এ কারণেই আশায় বুক বেঁধে চাষিরা আম চাষে শুরু করেছেন পরিচর্যা। তাদের আশা, চলতি মৌসুমে তারা আম থেকে অর্থনৈতিক ভাবে অনেক লাভবান হবেন। সরেজমিনে নানা জাতের আমের বাগান ঘুরে দেখা গেছে, বাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই ছোট বড় অনেক মুকুল। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি।

উপজেলার চাঁচকৈর বাজার পাড়া মহল্লার রাশিদুল ইসলাম বলেন, এবার আগে ভাগে এসেছে মুকুল। এখন আমের ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ আম গাছ পরিচর্যায় সময় দিতে হচ্ছে। বিয়াঘাট এলাকার রাজ্জাক শেখ বলেন, আমাদের বাগানের অধিকাংশ গাছই মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালো ভাবে ফুটেছে। আবহাওয়া ভালো থাকলে এবার আমের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, আমের মুকুল আসার আগে- পরে যেমন আবহাওয়ার প্রয়োজন, এবছর তা বিরাজ করছে। জানুয়ারি থেকে ফেব্ধসঢ়;রুয়ারি মাস পর্যন্ত আম গাছে মুকুল আসার আদর্শ সময়। এসময়ে মুকুলের প্রধান শত্রু হচ্ছে কুয়াশা। এখন পর্যন্ত কুয়াশা কম এবং আকাশে উজ্জল রোদ থাকায় আমের মুকুল ভালো ফুটছে। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং সময়মতো আম গাছে পরিচর্যা করলে চলতি মৌসুমে আমের ভালো ফলন পাওয়া যাবে।

 

শেয়ার