সোমবার (২১ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার জায়ুডগি এলাকার আবুল খায়েরের ছেলে মাহফুজুর রহমান ও একই এলাকার মকবুল আহমেদের ছেলে হেলাল উদ্দিন। তারা দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩ মার্চ রাতে আন্ডারচর ইউপির পশ্চিম মাইজরা গ্রামের বেঁড়িবাধের ওপরের দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোবারক উল্যাহ থানায় এসে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরতে অভিযান নামে পুলিশ। এর ধারাবাহিকতায় রোবাবর গভীর রাতে আন্ডারচর ইউপির বানিয়া সমাজ এলাকায় এসআই মুহি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি পাওয়ারটিলার গাড়িতে থাকা খড়ের নিচ থেকে চোরইকৃত ওই মোটরসাইকেলটি জব্দ ও চোরচক্রের দুই সদস্য মাহফুজ এবং হেলালকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) মুহি উদ্দিন মাসুম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের ওই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।