চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মো. ইছহাক নামের এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর তিনটার দিকে আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা এই আসামির মৃত্যু হয়।
পরে স্বজনদের উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় তার মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মো. ইছহাক (৬০) বন বিভাগের করা একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। তিনি ফটিকছড়ি থানার উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার মৃত ফকির আহমদের ছেলে।
পুলিশের কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হুমাউন কবির বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে ইছহাকের বিরুদ্ধে বন বিভাগের করা একটি মামলা বিচারাধীন ছিল।
এ মামলায় আজ বুধবার হাজিরা দিতে এসে অসুস্থ বোধ হয়ে মেঝেতে পড়ে যান। একপর্যায়ে তার মৃত্যু হয়।
বাণিজ্য প্রতিদিন/এম জি