এ হামলায় বাড়িঘর ভাংচুর ও নারীসহ তার পরিবারের অনেকে আহত হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার পর তারা আদালতে ৩/৪টি মিথ্যা মামলা দায়ের করে এবং ওই আওয়ামীলীগ পরিবারের উপর নানা রকম নির্যাতন চালায় জামায়াত বিএনপির সমর্থকরা।
এ ঘটনার পর ১৭ সালে বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিএম মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ওই মাদ্রাসা পরিচালনায় এডহক কমিটির সভাপতি করা হয়।
দীর্ঘ ৪ বছর তিনি এডহক কমিটির সভাপতির দায়িত্বে থাকেন এবং গ্রাম্য পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে আসে এবং এ অবস্থায় ওই প্রতিষ্ঠানের কমিটি গঠনের নিয়মনীতি উপেক্ষা করে বিশেষ কৌশলে নিজেই সভাপতি হয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
তৎকালীন সময়ে কথা ছিল মঞ্জুরুল ইসলাম মাদ্রাসায় একটি সুন্দর কমিটি গঠন করে দিয়ে তিনি চলে আসবেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী নিয়োগের আশায় এ অবৈধ কমিটি গঠন করেন এবং এ কমিটি চলতি বছরের ৭ মার্চ অনুমোদন দেয় কর্তৃপক্ষ। কিন্তু এর আগেই এই অবৈধ মাদ্রাসার ম্যানেজিং কমিটির ব্যাপারে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নিকট ব্যাপক অভিযোগ উঠে।
এ পরিপ্রেক্ষিতে বহুলী ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদকে ওই মাদ্রাসার সভাপতি নিয়োগের ডিও লেটার দেয়া হয়। এই ডিও লেটার নিয়ে গত ৭ মার্চ তার দলবল নিয়ে সেলিম আহমেদ মাদ্রাসায় যান এবং সুপার না থাকায় সহ-সুপারের নিকট ডিও লেটার প্রদান করেন। এ বিষয়টি আপোসের কথা বলে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে ব্যাপক অর্থ ব্যয় করে ২০মার্চ বিকেলে ওই মাদ্রাসার সুপার ফরিদুল ইসলামের কাঠেরপুল এলাকায় তার ভাড়াটিয়া বাসায় গোপন বৈঠক করা হয়।
এ বৈঠকে জামায়াত সমর্থিত শিক্ষক প্রতিনিধি নুরে আলম জামায়াত সমর্থিত সুপার বিশেষ কৌশলে রাজাপুর গ্রামের ১৯৭১ সালের রাজাকার, মৃত শাহজাহান সরকারের ছোট ভাই জামায়াত সমর্থিত শিক্ষক শহিদুল ইসলামকে ওই মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য (কো-আপ) করা হয়। এরআগে ওই কমিটিতে বিএনপি সমর্থক একজনকে দাতা সদস্য করা হয়। অবশ্য ওই প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক কর্মচারী জামায়াত বিএনপির সমর্থকের চাপের মুখে বিদ্যুৎসাহী সদস্যসহ ২ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, দেশ চালায় আওয়ামীলীগ আর ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে রাজাকার জামায়াত বিএনপির সমর্থকরা। বর্তমানে ওই মাদ্রাসা জামায়াত-বিএনপির ঘাটিতে পরিণত হয়েছে। ওই মাদ্রাসার কর্মচারী নিয়োগে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার জন্য জামায়াত বিএনপির সমর্থক শিক্ষকদের সাথে হাত মিলিয়ে তিনি ওই কমিটির সভাপতি হয়েছেন।
এছাড়া মার্চ মাসের শেষের দিকে ওই মাদ্রাসার ছাত্রীদের শিক্ষা ভ্রমণে নাটোরে নিয়ে যায় শিক্ষকরা এবং সেখানে শিক্ষা ভ্রমনের নামে ছাত্রীদের নাচ গান করানো হয়। এ বিষয়টি শিক্ষার্থীরা অবিভাবককে অবহিত করে।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রীর অবিভাবক আব্দুল আজিজ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বিচার প্রার্থী হয়। সে বিষয়ে অজ্ঞাত কারণে এখনও কোন প্রকাশ্য বিচার হয়নি। এসব ঘটনায় কেউ মুখ খুলতে সাহস না পেলেও তদন্তের দাবী করেছেন সচেতন মহল।
এ বিষয়ে ওই মাদ্রাসার নানা অভিযোগে ঘেরা সভাপতি টিএম মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, আমার কমিটি আগে অনুমনোদন হয়েছে। পরবর্তীতে এমপি সাহেবের ডিও লেটার গ্রহণযোগ্য নয়। এর বেশি আর কোন কিছু মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।
ফেজবুকে আমাদের সাথে যুক্ত হতে ক্লিক করুন ।
আরও খবর জানতে ক্লিক করুন।