Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ : অপেক্ষমাণ জাহাজের সারি

০৫ মে, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ : অপেক্ষমাণ জাহাজের সারি
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম  :
মহান মে দিবস আর ঈদ মিলে টানা আট দিন বন্ধ থাকবে শিল্প কারখানা। সে হিসেবে শনিবার (৭ মে) ঘুরবে কারখানার চাকা। এদিকে কারখানা বন্ধ থাকায় আমদানিকারকরা জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখেছেন। এ কারণে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে দিনকে দিন বাড়ছে পণ্যভর্তি কনটেইনারবাহী জাহাজের সংখ্যা। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দাবি আমদানিকারকরা আন্তরিক হলে আগামী সপ্তাহের মধ্যে জাহাজজট থাকবে না।
পবিত্র ঈদের ছুটিতে শুধুমাত্র ঈদের দিন আট ঘণ্টা বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। অন্য সময় সচল ছিল বন্দরের কার্যক্রম। কিন্তু চট্টগ্রামের এক হাজার ৪৬টি ছোট-বড় কারখানার লাখ লাখ শ্রমিক এখন ঈদের ছুটিতে আছে। কারখানার মূল ফটকে কেয়ারটেকার ছাড়া আর কারো অস্তিত্ব নেই। এই অবস্থায় কারখানা মালিকরাও তাদের আমদানি পণ্যের খালাস কার্যক্রম বন্ধ রেখেছেন। শনিবার কারখানা খুললেও রোববারে জাহাজ থেকে পণ্যগুলো খালাস করা শুরু করবেন অধিকাংশ কারখানা মালিক। প্রতিবছর ঈদের এ সময়ে জাহাজজট তৈরি হয় এবং এ পরিস্থিতি স্বাভাবিক হতে দু সপ্তাহেরও বেশি সময় লাগে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারকরা পণ্য না নেয়ায় বন্দরের বহিনোঙ্গরে জাহাজের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই দু-তিনটি করে জাহাজ বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এখন পর্যন্ত বহিনোঙ্গরে ২০টি জাহাজ খালাসের অপেক্ষায় আছে। শনিবার পর্যন্ত এ জাহাজের সারি আরো দীর্ঘ হবে।

বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমাদের শ্রমিকরা সারাবছর পরিবার পরিজন থেকে দূরে থেকে শ্রম দিয়ে আমাদের কারখানা আর দেশের অর্থনীতিকে সচল রাখেন। তাদেরকেও অবসর সময় কাটানোর সুযোগ দিতে হবে। শনিবার কারখানা খুললেই আমাদের আমদানি করা কাঁচামাল লাগবে। কাজেই তা দ্রুত আমাদের প্রয়োজনেই খালাস করতে হবে। আশা করছি কোন ধরনের সমস্যা বা জটিলতা তৈরি হবে না।

শিপিং এজেন্ট এসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, কারখানা বন্ধ থাকায় প্রতিবছর ঈদের সময় বহিনোঙ্গরে জাহাজের সংখ্যা বাড়ে। আর জাহাজ আসাও তো বন্ধ রাখা যাবে না। আশা করব পণ্য আমদানিকারকরা দ্রুত খালাসের ব্যবস্থা করলে দু সপ্তাহের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, কারখানাগুলো বন্ধ থাকায় বন্দরের বহিনোঙ্গরে জাহাজগুলো অপেক্ষায় আছে। জাহাজের সংখ্যা বাড়লেও এটা খুব সাময়িক। কারখানা খুললেই ব্যবসায়ীরা পণ্য নিয়ে যাবেন। আশা করছি আমদানিকারকরা দ্রুত সময়ে পণ্য খালাস করে সহযোগিতা করলে কোন ধরনের বিরুপ পরিস্থিতি তৈরি হবে না।

শেয়ার