Top

রংপুরে শহিদ শিশু শংকু সমজদারের প্রয়াণ দিবসে স্মরণ সভা

০৩ মার্চ, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
রংপুরে শহিদ শিশু শংকু সমজদারের প্রয়াণ দিবসে স্মরণ সভা
রংপুর প্রতিনিধি :

স্বাধীনতার গণআন্দোলনে রংপুরের প্রথম শহিদ শিশু শংকু সমজদারের প্রয়াণ দিবসে স্মরণ সভা থেকে শহিদ শংকু সমজদারের স্মৃতি রক্ষার্থে সরকারি উদ্যোগে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়। বুধবার (৩ মার্চ) দুপুরে নগরীর আশরতপুর চকবাজারে শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্টিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাথে শংকু নামটি সবসময় উচ্চারিত হবে। যার সাহস আর আত্মত্যাগ ভুলে যাবার মতো নয়।

যুদ্ধ শুরুর আগেই শংকুর রক্তে রক্তাক্ত হয়েছিল রংপুরের পথ। শংকুর অকাল মৃত্যুতে শুধু রংপুরের মানুষ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কেঁদেছিলেন। ৭ই মার্চের ভাষণে শংকুকে ঘিরে বঙ্গবন্ধু রংপুরের কথা বলেছিলেন।

সভার প্রধান আলোচক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, নতুন প্রজন্মকে শহিদ শংকু সমজদারের আত্মত্যাগ সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধে রংপুরবাসীর অংশগ্রহণের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার পরিধি বাড়াতে হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনের উপাধ্যক্ষ আফিফা ইশরত চেতনা প্রমুখ।

স্মরণ সভা শেষে শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন গুণগুণ এর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এতে কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙে রংপুরে হরতাল পালিত হয়। সেই অসহযোগ আন্দোলনের বিক্ষোভ মিছিলে আলমনগর এলাকায় অবাঙ্গালীর গুলিতে শহিদ হন স্কুলপড়ুয়া ১২ বছরের শিশু শংকু সমজদার।

শেয়ার