Top

উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে: পরিকল্পনামন্ত্রী

২৭ জুন, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে: পরিকল্পনামন্ত্রী
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর উন্নয়নের স্বর্ণযুগ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

বৃহস্পতিবার (২৭ জুন) ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলার সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের সাথে সাথেই দেশের উন্নয়নের কাজ শুরু করেন। মাত্র সাড়ে তিন বছরেই তিনি যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের আর্থ-সামাজিক খাতের ব্যাপক উন্নয়ন করেন। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা উন্নয়নের পথে এগিয়ে চলেছি এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে পরিগণিত হব এবং ভিশন-২০৪১ অর্জনে সফল হব ইনশাআল্লাহ ।

এসকে

শেয়ার