Top

হোটেল ধানসিঁড়িতে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা, আটক ৪

০৩ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ
হোটেল ধানসিঁড়িতে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা, আটক ৪
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা করার অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করেছে ম্যাজিস্ট্রেট। ধানসিঁড়ি নামক এক হোটেল থেকে এদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার শুয়াগাজী মহাসড়কের সাথে এ হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুয়াগাজী মহাসড়কের পাশে ধানসিঁড়িটি হোটেলে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলছিল। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম অভিযান চালায়। অভিযানে কোনো ঘরে নারী বা পুরুষের তেমন দেখা না মিললেও পুরো হোটেল তল্লাশি চালানোর এক পর্যায়ে হোটেলের একটি রুমের খাটের সাথে আরেকটি কক্ষ দেখা যায়। সন্দেহ হলে খাটটি সরালেই দেখা যায় একটি সুরঙ্গ। প্রশাসন আসলে দেহ ব্যবসায়ী নারীদের সে সুরঙ্গেই লোকিয়ে রাখা হতো। এ অভিযানে ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ বলেন, সকলকে ২৯৪ ধারায় ১ মাসের জেল দেওয়া হয়। এ ঘটনায় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম জি

শেয়ার