ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে দায়িত্বে থাকা আনসার সদস্যদের মাঝে এই শীতবস্ত্র উপহার দেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এইচ এম আবু মূসা ও সেক্রেটারি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, উপাচার্যের বাসভবন, একাডেমিক ভবন ও হলের দায়িত্বরত আনসারদের মাঝে শীতবস্ত্র চাদর উপহার প্রদান করেন। একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মচারী ও দোকানীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হবে বলে জানান তারা।
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসা বলেন, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্র ঘোষিত মাসব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের মাঝে চাদর উপহার দিয়েছি। পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকানী, খালা, ভ্যান চালক, কর্মচারী ও শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার দেবো। আমরা সকল গরীব মানুষের শীত লাঘবের জন্য কাজ করবো।
ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে এই হাড়ভাঙা শীতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি শীতার্তদের পাশে দাড়ানোর। আমরা চাই শীতে সকল মানুষ ভালো থাকুক। সকল সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাই। সেই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান করছি।
এনজে